thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

২০১৩ নভেম্বর ১৩ ০৯:১৮:৫৫
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর বাড্ডা এলাকার ফুটওভার ব্রিজের নিচে সকাল পৌনে ৮টার দিকে চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা। এ সময় বাড্ডা-মৌচাক রোডে আতংক ছড়িয়ে পড়ে।

এছাড়াও সকাল ৯টার দিকে বাড্ডা লিংক রোডের মাথায় দুইটি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা।

সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বাসাবো এলাকায় মিছিল বের করে হরতাল সমর্থকরা। মিছিলের এক পর‌্যায়ে তারা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

একই সময়ে রাজধানীর পান্থপথ এলাকার স্কয়ার হাসপাতালের সামনে এক সঙ্গে চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা। এ সময় হাসপাতালের রোগীদের স্বজন ও আশেপাশের লোকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

এছাড়াও ভোর ৬টার দিকে রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেইট, মহাখালি, গুলশান, উত্তরা ও মিরপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ডিসি মিডিয়া মাসুদুর রহমান বলেন, ‘ডিএমপির কিছু এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। পুলিশ সার্বক্ষণিক তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এরপরেও ঘটনা ঘটার খবর আমরা পাচ্ছি।’

(দিরিপোর্ট/কেজেএন/এআইএম/জেএম/নভেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর