thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

সাউথইস্ট ব্যাংকের  পার্পেচুয়াল বন্ডের লেনদেন শুরু

২০২৪ মার্চ ১৯ ১২:৫৯:৩৯
সাউথইস্ট ব্যাংকের  পার্পেচুয়াল বন্ডের লেনদেন শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পার্পেচুয়াল বন্ডের লেনদেন মঙ্গলবার (১৯ মার্চ) থেকে শুরু হয়েছে। বন্ডের কুপন রেট হবে ৬ থেকে ১০ শতাংশের মধ্যে।

মঙ্গলবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বন্ডটি ডিএসইতে ‘এন’ ক্যাটাগরিতে লেনেদেন শুরু করছে। সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পার্পেচুয়াল বন্ডের ট্রেডিং কোড হলো- ‘SEB1PBOND’। আর বন্ডের স্ক্রিপ কোড হলো-২৬০১8।

সাউথইস্ট ব্যাংক ফার্স্ট পার্পেচুয়াল বন্ডটি ডিএসইর কর্পোরেট বন্ড সেক্টরে লেনদেন করবে।

এর আগে গত ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ডটির সাবস্ক্রিপশন চলে। প্রাইভেট প্লেসমেন্ট ও পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করে পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলন করেছে ব্যাংকটি। বন্ডটির ন্যূনতম সাবস্ক্রিপশনের পরিমাণ ছিল ৫ হাজার টাকা বা এর গুণিতক। বন্ডটি সাবস্ক্রিপশনের জন্য সাধারণ ও যোগ্য বিনিয়োগকারীকে পুরো ফি প্রদান করতে হয়েছে। যোগ্য বিনিয়োগকারীর জন্য সাবস্ক্রিপশন ফি ছিল ৩ হাজার টাকা।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর