thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

লভ্যাংশ দিবেনা আইসিবি ইসলামিক ব্যাংক

২০২৪ মার্চ ২৪ ১৩:২০:৫০
লভ্যাংশ দিবেনা আইসিবি ইসলামিক ব্যাংক

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারের ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের (জানুয়ারি-ডিসেম্বর) নিরক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৪ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ জুলাই সকাল সাড়ে ১০টায় হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মে।

সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৪৫) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.৩৮) টাকা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি ঋণাত্মক নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (১৯.৩৬) টাকা।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর