thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

৮শ’ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে রাজি  ইসরায়েল

২০২৪ মার্চ ২৫ ১৩:০১:২৫
৮শ’ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে রাজি  ইসরায়েল

দ্য রিপোর্ট ডেস্ক:গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধে আন্দোলন হামাসের হাতে আটক বন্দীদের মুক্ত করতে ছাড় দিতে রাজি হয়েছে ইসরায়েল। সংবাদমাধ্যমগুলো জানায়, হামাসের হাতে থাকা ৪০ জন ইসরাইলি বন্দীর মুক্তির বিনিময়ে ইসরাইল তাদের কারাগারে আটক ৭শ’ থেকে ৮শ’ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে।

প্রস্তাবটি হামাসের কাছে হস্তান্তর করা হয়েছে। হামাস তিন দিনের মধ্যে এ ব্যাপারে জবাব দেবে বলে ধারণা করা হচ্ছে।

প্যারিস শান্তিচুক্তির কাঠামো অনুযায়ী হামাসের হাতে আটক ৪০ বন্দীর মুক্তির বিনিময়ে ৪০০ ফিলিস্তিনি নিরাপত্তা বন্দীকে মুক্তির কথা বলা হয়েছিল। ইসরাইল এখন ওই সংখ্যার দ্বিগুণ বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে।

এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আরও দুটি হাসপাতাল অবরোধ করেছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি বলছে, হাসপাতালের ভেতরে চিকিৎসাকর্মীরা আটকা পড়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে, গাজার হাসপাতালগুলোকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে হামাস গোষ্ঠী। তবে হামাস ও হাসপাতাল কর্তৃপক্ষ এমন অভিযোগ অস্বীকার করেছে।

গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭৪ হাজারের বেশি মানুষ।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর