thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

আড়াইহাজারে মিছিল ককটেল বিস্ফোরণ : আটক ২

২০১৩ নভেম্বর ১৩ ১২:৪৮:০৬
আড়াইহাজারে মিছিল ককটেল বিস্ফোরণ : আটক ২

আড়াইহাজার সংবাদদাতা : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বুধবার মিছিল, ককটেল বিস্ফোরণ এবং গাড়ি ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা।

সকাল সাড়ে ৮টায় মদনপুর-নরসিংদী সড়কের আড়াইহাজার উপজেলার বাঘানগর এলাকায় হরতাল সমর্থকরা ২০/২৫ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল ও ককটেলের বিস্ফোরিত অংশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফজলুল হকের ছেলে হারুন (২৫) ও মতিনের ছেলে বাবুলকে (২৪) আটক করেছে পুলিশ। একইদিন সকাল ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বাঘবাড়ি এলাকায় কেন্দ্রীয় যুবদল নেতা নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে বিএনপি। মিছিল শেষে ৩০/৪০টি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আখতার মোরশেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(দিরিপোর্ট২৪/আইএ/এপি/জেএম/নভেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর