thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগে এস্কয়ার নিটের সংশোধনী

২০২৪ মার্চ ২৭ ১৩:৪৮:৫৭
সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগে এস্কয়ার নিটের সংশোধনী

দ্য রিপোর্ট প্রতিবেদক:পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি এস্কয়ার নিট কম্পোজিট পিএলসির পরিচালনা পর্ষদ তাদের সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ বিষয়ে প্রকাশ করা তথ্যে সংশোধনী এনেছে কোম্পানিটি। একই সঙ্গে সহযোগী প্রতিষ্ঠান এল’এস্কয়ারে বিনিয়োগের বিষয়টি পরিচালনা পর্ষদ সভায় অনুমোদন পেয়েছে।

বুধবার (২৭ মার্চ) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২০ মার্চ অনুষ্ঠিত পর্ষদ সভায় এস্কয়ার নিট কম্পোজিট পিএলসির পরিচালনা পর্ষদ তাদের সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেয়। তবে সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ বিষয়ে প্রকাশ করা তথ্যে সংশোধনী এনেছে কোম্পানিটি। সংশোধনীতে তারা জানিয়েছে, সহযোগী প্রতিষ্ঠান এল’এস্কয়ার লিমিটেডে ৫ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এস্কয়ার নিট ৫কোটি টাকা বিনিয়োগ করতে গিয়ে এস্কয়ার আইসিএল অ্যাপারেল ফান্ড থেকে সমপরিমাণ বিনিয়োগ প্রত্যাহার করে নেবে। সেখানে প্রতিষ্ঠানটির ১০ কোটি টাকা বিনিয়োগ রয়েছে।

এর মাধ্যমে আসন্ন রপ্তানির সুযোগ পূরণ হবে এবং আয় এবং লভ্যাংশ সুরক্ষিত হবে বলে মনে করে কোম্পানি কর্তৃপক্ষ।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর