thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

রাজশাহীতে ট্রাকে আগুন, সংঘর্ষে আহত ৫

২০১৩ নভেম্বর ১৩ ১৩:৩৯:২৬
রাজশাহীতে ট্রাকে আগুন, সংঘর্ষে আহত ৫

রাজশাহী সংবাদদাতা : রাজশাহী জেলার বাইপাস সড়কের আশরাফ মোড়ে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। এছাড়াও কাটাখালি পৌরসভা ভবনের সামনে হরতাল সমর্থকরা খড় ভর্তি একটি ট্রাকে আগুন দেয়।

মহানগর পুলিশের উপ-কমিশনার (সদর) শাহ গোলাম মাহমুদ জানান, ফজরের নামাজের পর শিবিরকর্মীরা কাটাখালিতে খড় ভর্তি একটি ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

তিনি আরো জানান, জেলার বাইপাস সড়কের আশরাফ মোড়ে বিএনপি নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় তারা রাস্তায় কাঠ ফেলে আগুন জ্বালায়।

খবর পেয়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ২ বিএনপিকর্মী ও কাটাখালি এলাকা থেকে ১ শিবিরকর্মীকে আটক করেছে।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল বলেন, ‘পুলিশের ছোড়া রাবার বুলেটে তাদের পাঁচ নেতাকর্মী আহত হয়েছে।’

(দিরিপোর্ট/বিএইচএল/এমএইচও/এমসি/নভেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর