thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১,  ২১ জিলহজ ১৪৪৫

সরকারের অপকর্মের বিচার একদিন হবে:  রিজভী 

২০২৪ মে ২৮ ২০:৩০:০১
সরকারের অপকর্মের বিচার একদিন হবে:  রিজভী 

দ্য রিপোর্ট প্রতিবেদক:‘জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক, এটি আওয়ামী লীগ সরকার মানতে পারে না। জিয়াউর রহমান কেন বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিলেন, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিলেন— তাও তারা মানতে পারে না। বাকশাল থেকে আওয়ামী লীগ ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান। আর সেজন্যই জিয়া পরিবারের বিরুদ্ধে একের পর বিষোদগার করে চলেছেন আ.লীগ প্রধান শেখ হাসিনা। সরকারের এসব অপকর্মের বিচার একদিন এ বাংলার মাটিতেই হবে।’

মঙ্গলবার (২৮ মে) ‘জিয়াউর রহমান অনন্য রাষ্ট্রনায়ক’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এসব কথা বলেন।

দেশজুড়ে জোরপূর্বক গুম ও ক্রসফায়ার এখনও চলছে জানিয়ে তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা নিজ বাড়িতে থাকতে পারছেন না। তাদের মামলা-হামলা দিয়ে জেলে পুড়ছে, গুম করছে, ক্রসফায়ারে ফেলছে। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ডিইউজের সহ সভাপতি রাশেদুল হক, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি ইমতিয়াজ আহমেদ বকুল, জাসাস নেতা জাহাঙ্গীর আলম রিপন প্রমুখ। আহবাব চৌধুরী খোকনের সম্পাদনায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ডা. তৌহিদুর রহমান আউয়াল।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর