thereport24.com
ঢাকা, রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১,  ২৩ জিলহজ ১৪৪৫

ভারতের কাছে বাংলাদেশকে জিম্মি করে দিয়েছে সরকার:   মির্জা ফখরুল

২০২৪ জুন ২৭ ১৩:০৭:৪৪
ভারতের কাছে বাংলাদেশকে জিম্মি করে দিয়েছে সরকার:   মির্জা ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক: ভারতের কাছে বাংলাদেশকে জিম্মি করে দিয়েছে সরকার। পৃথীবীর কোন দেশের সীমান্তে গুলি করে মানুষ মারে। এমন প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে একথা বলেন তিনি।

এ সময় বিএনপি মহাসচিব বলেন, দেশের অস্তিত্ব আজ বিলুপ্ত করা হয়েছে। সব চুক্তি ও সমঝোতা করা হয়েছে দেশের স্বার্থের বাইরে। জনগণকে বোকা বানিয়ে ভারতের কাছে দেশকে জিম্মি করে দিয়েছে ক্ষমতাসীনরা।

ভারত সফর থেকে সরকার কি এনেছে প্রশ্ন করে মির্জা ফখরুল বলেন, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করলে দেশে রাজনৈতিক সংকট থাকবে না। সুষ্ঠু ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদেরকে স্বাগত জানাবে বিএনপি।

তিনি আরও বলেন, খালেদা জিয়া মুক্ত না হলে গণতন্ত্র মুক্তি পাবে না। বিপন্ন হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। ৬ মাস পরপর খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো এটাও সরকারের নতুন একটি ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর