thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪, ১১ আষাঢ় ১৪৩১,  ১৮ জিলহজ ১৪৪৫

সেন্টমার্টিন দখলের গুজব বিএনপি-জামায়াত ছড়িয়েছে: কাদের

২০২৪ জুন ১৬ ১৭:৩৮:৪৭
সেন্টমার্টিন দখলের গুজব বিএনপি-জামায়াত ছড়িয়েছে: কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: উসকানি দিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশ যুদ্ধে জড়াবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বললেন, বিএনপি-জামায়াত সেন্টমার্টিন দখলের গুজব ছড়িয়েছে। এগুলো সত্য নয়। আলাপ আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করা হবে।

রোববার (১৬ জুন)দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, সেন্টমার্টিন সীমান্তে যে জাহাজ দৃশ্যমান ছিল তা ইতোমধ্যে ফেরত গিয়েছে। আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধানে বিশ্বাসী বাংলাদেশ।

বিএনপিতে বড় রদবদলপ্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি তাদের সাংগঠনিক ব্যর্থতা স্বীকার করেই কাউকে বাদ দিচ্ছে, কাউকে পদায়ন করছে। তারা যে আন্দোলনে ব্যর্থ সেটা তাদের কমিটি বিলুপ্তির মাধ্যমে স্বীকৃত হলো। গতদিনে পদ্মা সেতুতে প্রায় ৫ কোটি টাকা এবং বঙ্গবন্ধু সেতুতে ৪ কোটি টাকার টোল আদায় হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর