thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

লালমনিরহাটে ছাত্রদল নেতাসহ আটক ৫

২০১৩ নভেম্বর ১৩ ১৭:২৮:৫১
লালমনিরহাটে ছাত্রদল নেতাসহ আটক ৫

লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটের মির্জারকোট এলাকায় সড়ক অবরোধ চেষ্টার অভিযোগে ৯নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সাজুসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

পাটগ্রাম থানার ডিউটি অফিসার (এএসআই) ইয়াকুল আলী এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে লালমনিরহাট- বুড়িমারী আঞ্চলিক মহাসড়কের মির্জারকোট এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করছিল আটক হরতাল সমর্থকরা।

তিনি জানান, আটক অন্যরা হলেন-পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ এলাকার বেলাল বশিরের ছেলে নাদিরুজ্জামান বিরু (২৪), দবিরউদ্দিনের ছেলে আব্দুল হান্নান (২৩), নবিউদ্দিন কবিরাজের ছেলে আনোয়ার হোসেন (২৫) ও দবিয়ার রহমানের ছেলে জবেদুল ইসলাম (২৮)।

পাটগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ বলেন, পুলিশ বিনা কারণে পাঁচ ছাত্রদল নেতাকর্মীকে আটক করেছে ।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাব হোসেন বলেন, আটক প্রত্যেকই একাধিক মামলার পলাতক আসামী ছিলেন।

(দিরিপোর্ট২৪/টিআই/এপি/এসবি/নভেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর