thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি 25, ১ ফাল্গুন ১৪৩১,  ১৪ শাবান 1446

শেষ কার্যদিবসে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৬:২৫:২৩
শেষ কার্যদিবসে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে, ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমলেও সিএসইতে বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৩.৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.৭৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৫৬ কোম্পানির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত আছে ৭১টির।

এদিন ডিএসইতে মোট ৪০১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৯১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ২১.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮০১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৭.২১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫২৯ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.১২ পয়েন্ট বেড়ে ৯৪২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩২.৩৮ পয়েন্ট কমে ১১ হাজার ৯৬৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০৭টি কোম্পানির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির।

দিনশেষে সিএসইতে ৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর