thereport24.com
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১,  ২৮ রবিউস সানি 1446

এবিএম মূসার আলোচিত উক্তি ...

২০১৪ এপ্রিল ০৯ ১৮:১৭:৪৩
এবিএম মূসার আলোচিত উক্তি ...

দ্য রিপোর্ট প্রতিবেদক : জীবন সায়াহ্নে সরকারের কঠোর সমালোচনা করেছেন এক সময় আওয়ামী লীগ থেকেই নির্বাচিত সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এবিএম মূসা। সাংবাদিক মূসার সাহসী উক্তিগুলো সেসময় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমগুলোতে আলোচনার ঝড় তুলেছিল।

এবিএম মূসার স্মরণে দ্য রিপোর্টের পাঠকদের জন্য তার আলোচিত উক্তিগুলো উপস্থাপন করা হলো-

২০১২ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাভিশনে গোলাম মোর্তোজা সঞ্চালিত টক শোতে হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার মার্কেট আর ডেসটিনির অর্থ আত্মসাৎ এবং আরও অনেক আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তিদের নিয়ে আলোচনায় মূসা বলেন, ‘সরকারের যাকে সামনে পাবেন তাকে বলবেন, তুই চোর-তুই চোর’।

ওই অনুষ্ঠানে এবিএম মূসা আরও বলেন, ‘আমি হুমায়ূনভক্ত নই, মানে তার গল্প-উপন্যাস আমাকে তেমন আকৃষ্ট করেনি। তবে টেলিভিশনে তার নাটক দেখার জন্য আমি পাগল ছিলাম। যেখানেই থাকতাম তার নাটক সম্প্রচারের নির্ধারিত সময়ে বাড়িতে হাজির হতাম। হুমায়ূন আহমেদের কোনো একটি নাটকের সংলাপে তিনি যখন টিয়া পাখিকে ‘তুই রাজাকার, তুই রাজাকার’ বুলি শিখিয়ে মাঠে ছেড়ে দিতে বললেন, তখন তার প্রতি আমার মনে অপরিসীম শ্রদ্ধাবোধ জাগে।’

‘সংলাপে যাদের বসার কথা, একপক্ষ প্রলাপ বকছে, আপরপক্ষ বিলাপ করছে।’ ২০১৩ সালের ১০ অক্টোবর নাগরিক ঐক্যের সেমিনারে এবিএম মূসা এ মন্তব্য করেন।

২০১৩ সালের ৪ ডিসেম্বর চ্যানেল আইয়ের টক শো 'আজকের সংবাদপত্র'-এ প্রয়াত এবিএম মূসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘কথা বলতে গেলে আবার আমাকে কে কোন বিপদে ফেলে কে জানে। বস্তুত ঢাকা শহর এখন সম্পূর্ণ অবরুদ্ধ। সারাদেশ থেকে বিচ্ছিন্ন। এ কারণে আমি এখন নতুন নাম দিয়েছি গণপ্রজাতন্ত্রী ঢাকার প্রধানমন্ত্রী। আগে উনি প্রধানমন্ত্রী ছিলেন সারাদেশের। এখন শুধু ঢাকার প্রধানমন্ত্রী হয়ে গেছেন। মন্ত্রীরা সব ঢাকার মন্ত্রী হয়ে গেছেন। মন্ত্রীদের ঢাকার বাইরে যাওয়াও বন্ধ হয়ে গেছে।’

মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় ওই দিন তিনি আরও বলেন, ‘অবরোধ চলছে। সামনে হয়ত আরও হবে। আমি বৌমাকে বলেছি মাসখানেকের চাল-ডাল কিনে রাখতে। এই কথা '৭১ সালে আমার স্ত্রীকে বলেছিলাম। অবরোধে ঢাকা শহরে তো জিনিসপত্র আসবে না। এই পরিস্থিতিতে শুধু শহরের মানুষই বিপাকে পড়বে না, গরিব চাষিরা ধ্বংস হয়ে যাবে। আপনাকে আমি ভোট দিয়েছি আমাকে রক্ষা করতে। আপনি ঢাকা শহর রক্ষা করছেন। সারাদেশকে রক্ষা করতে পারছেন না কেন? এখনও সময় আছে, দুইজন বসে একটা সমাধানে আসুন।’

তিনি আরও বলেন, ‘আমি অবাক হয়ে যাই মাননীয় প্রধানমন্ত্রী কীভাবে বলেন রাস্তায় আসেন। এটা কি কুস্তি খেলা? রাস্তায় নামতে ডাকলে আপনিও মন্ত্রিত্ব ছেড়ে রাস্তায় নামুন।’

২০১৩ সালের ৩০ নভেম্বর মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই এর ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানে সরকারের সমালোচনা করে প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেন, ‘সংবিধান সংশোধন করে সরকারের ক্ষমতা আরও দুই বছর বাড়িয়ে দিন। এ ছাড়া নির্বাচন না হলেও কোনো সমস্যা নেই, বর্তমান প্রধানমন্ত্রী তো আছেন।’

৪ সেপ্টেম্বর ২০১৩ সালে চ্যানেল আই এর একই অনুষ্ঠানে প্রবীণ এই সাংবাদিক বলেন, ‘বিশেষ করে বর্তমান আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার সভাপতিত্বের আওয়ামী লীগ প্রসঙ্গে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন নতুন বিভ্রান্তি এবং নতুন নতুন বিতর্ক সৃষ্টিতে কোনো জুড়ি নেই।’

(দ্য রিপোর্ট/সাআ/এমএআর/এনআই/এপ্রিল ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর