thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৪ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

এটিএম বুথের নিরাপত্তাকর্মী খুনের ঘটনায় গ্রেফতার ৪

২০১৩ অক্টোবর ১০ ১৬:৪৪:৩৯ ০০০০ 00 ০০ ০০:০০:০০
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে ব্যাংক বুথের নিরাপত্তাকর্মী এনামুলকে খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন-মেঘলা, সনি, পারভেজ ও জুয়েল। বুধবার রাত থেকে ভোর পর্যন্ত মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

দুপুর ১টায় মোহাম্মদপুর থানায় এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, গ্রেফতার হওয়া মেঘলা স্বীকার করেছেন তিনি একজন দেহব্যবসায়ী। তার সঙ্গে এনামুলের অনৈতিক সম্পর্ক ছিল।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে এনামুলের সঙ্গে মেঘলার দ্বন্দ্ব চলছিল। এতে মেঘনা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এনামুলকে হত্যার উদ্দেশে তিনি স্থানীয় সন্ত্রাসী সনি, পারভেজ ও জুয়েলের সহায়তা নেন। এদের সহযোগিতায় গত ৫ অক্টোবর ভোরে মাথা ও শরীরে উপুর্যুপরি আঘাত করে এনামুলকে হত্যা করে মেঘলা।

তিনি আরো বলেন, সনি, পারভেজ ও জুয়েলের নামে রাজধানীর বিভিন্ন থানায় চুরি-ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এনামুল হত্যার রহস্য উদঘাটনে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(দিরিপোর্ট২৪/শুভ/এইচএসএম/অক্টোবর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর