thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে 24, ২ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৮ জিলকদ  1445

প্রতারণার অভিযোগে ২ আদম ব্যবসায়ী আটক

২০১৩ অক্টোবর ২৩ ২২:০৫:৫৬ ০০০০ 00 ০০ ০০:০০:০০
প্রতারণার অভিযোগে ২ আদম ব্যবসায়ী আটক
দিরিপোর্ট২৪, প্রতিবেদক : বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে বুধবার ২ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। আটকেরা হলেন আদম ব্যবসা প্রতিষ্ঠান এসএস গ্রুপের চেয়ারম্যান সজিব আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক সজল আহমেদ।

প্রতারণার শিকার নাজমুল ইসলাম বলেন, পত্রিকায় বিজ্ঞাপন দেখে নিউজিল্যান্ড যাওয়ার উদ্দেশে এসএস গ্রুপে যোগাযোগ করি। চুক্তি অনুযায়ী তাদেরকে ১ লাখ টাকাও দেই। তাদের কথামত ভিসা আনতে ভারতের দিল্লিতে যাই। সেখানে জানতে পারি আমাদেরকে জাল ভিসা দেয়া হয়েছে। দেশে এসে টাকা ফেরত চাই। তখন গড়িমসি করে প্রতিষ্ঠানের মালিকরা। পরে উত্তরা থানায় অভিযোগ করি।

এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, প্রতারণার শিকার ১০ থেকে ১২ জন থানায় এসে অভিযোগ করেছেন। তাদের অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে।এর প্রেক্ষিতে উত্তরা ৯ নম্বর সেক্টরের ১/এ নম্বর সড়কের ৪ নম্বর বাড়ি থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছি।

(দিরিপোর্ট২৪/ওএস/এইচএস/এমডি/অক্টোবর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর