thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ইরফানের বদলি ওসমান

২০১৩ ডিসেম্বর ১০ ১৮:০৮:৩০
ইরফানের বদলি ওসমান

দ্য রিপোর্ট ডেস্ক : মোহাম্মদ ইরফানের বদলি হিসেবে পাকিস্তান দলে ঠাঁই পেয়েছেন ওসমান খান। ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারছেন না দীর্ঘাকায় ইরফান। ওমর গুলও এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। এমন অবস্থায় আসন্ন টোয়েন্টি২০ দলে পাকিস্তানের অন্যতম অরাজক প্রদেশ খাইবার পাখতুনখার ১৯ বছর বয়সী পেসার ওসমান খানেই ভরসা রেখেছে পিসিবি।

পাকিস্তান টিম ম্যানেজমেন্ট ঘরোয়া লিগে দারুণ পারফর্মেন্সের ভিত্তিতেই প্রথমবারের মতো তাকে ডেকে পাঠিয়েছে।

গত ৩ ডিসেম্বর পাকিস্তান ঘরোয়া লিগে এক ম্যাচে ৪ ওভার বোলিং করে ৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে প্রথম আলোচনায় উঠে এসেছেন এই পেসার। এর মধ্যে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হকের উইকেটটিও ছিল। ওসমানের বোলিং নিয়ে মিসবাহ গত সপ্তাহে বেশ প্রসংশা করেছেন। তিনি সেই সময়েই ইঙ্গিত দিয়েছেন ওসমানের জাতীয় দলে খেলার সক্ষমতা রয়েছে।

বাঁহাতি পেসার ওসমানকে নিয়ে আরো আশাবাদ দলের। কারণ তার বোলিংয়ের বেশ ভিন্নতা রয়েছে। এমন কিছু বল করার তার ক্ষমতা রয়েছে যা খেলতে বেগ পেতে হয়েছে। এই সফরে ওই বিবেচনাও করা হয়েছে।

শুধু ওসমানই নয়, এর আগে অল্প বয়সে দলে স্থান করে নেয়া পাকিস্তানী বোলাররা হচ্ছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস ও আকিব জাভেদ।

এই সফরে পাকিস্তান ৩টি ওয়ানডে, ২টি টোয়েন্টি২০ ও ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ১১ ডিসেম্বর টোয়েন্টি২০ ম্যাচ দিয়ে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হচ্ছে। সিরিজটি নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এমআই/নূরু/এএস/সিজি/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর