thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়ার

২০১৩ ডিসেম্বর ১৭ ১৫:০৬:৩৮
অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়ার

দ্য রিপোর্ট ডেস্ক : পারলো না ইংল্যান্ড। পার্থে অ্যাশেজের তৃতীয় টেস্টে শেষ পর্যন্ত ১৫০ রানের বড় ব্যবধানেই হেরেছে তারা। এই জয়ে অস্ট্রেলিয়ার সিরিজও নিশ্চিত হয়ে গেছে। ৫ টেস্ট ম্যাচের অভিজাত এই সিরিজ ৩-০ এ এগিয়ে রয়েছে স্বাগতিকরা।

শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ছিলো ২৫৩ রান। হাতে ছিলো ৫ উইকেট। চতুর্থ দিনে ইয়ান বেলের সঙ্গে বেন স্টোকসের ৯৯ রানের জুটিই ইংলিশদের শেষ আলো দেখিয়েছিল। ইয়ান বেল আগেরই দিনে বিদায় নিলেও বেন আশা বাঁচিয়ে রেখে পঞ্চম দিনে ম্যাচ টেনে এনছিলেন। কিন্তু শেষ দিন তাকে কোনো ব্যাটসম্যানই সঙ্গ দিতে পারেনি।

ব্যক্তিগত ১২০ রান করে নাথান লায়নের বলে আউট হয়েছেন তিনি। দলীয় সংগ্রহ তখন ৭ উইকেটে ৩৩৬ রানে । এর আগে ৬ নাম্বার ব্যাটসম্যান হিসেব ম্যাট প্রিয়র ২৬ রান করে আউট হয়েছেন।

স্টোকসের বিদায়ের পর টিম ব্রেসনেন (১২), গ্রায়েম সোয়ান (৪) ও জেমস অ্যান্ডারসন (২) অতি দ্রুত সাজঘরে ফিরেছেন। স্টুয়ার্ট ব্রড ২ রানে অপরাজিত ছিলেন। ৩৫৩ রানে শেষ হয়েছে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ১৫০ রানের বড় হারের সঙ্গে অ্যাশেজের ট্রফিটাও হারিয়েছে ইংল্যান্ড। মিচেল জনসন ৪টি ও নাথান লায়ন ৩টি উইকেট নিয়েছেন।

এর আগে চতুর্থ দিনে শেন ওয়াটসনের সেঞ্চুরি ও জর্জ বেইলির রেকর্ডে ৬ উইকেটে ৩৬৯ রানে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে । জর্জ বেইলি টেস্টে এক ওভারে সবচেয়ে বেশি রানের (২৮) রেকর্ড গড়েছেন। শেষ পর্যন্ত ৩৯ রানে অপরাজিত থাকেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া : প্রথম ইনিংস ৩৮৫ এবং দ্বিতীয় ইনিংস ৩৬৯/৬ ডিক্লে. (ওয়ার্নার ১১২, শেন ওয়াটসন ১০৩, বেইলি ৩৯*; ব্রেসনেন ২/৫৩, স্টোকস ২/৮২)।

ইংল্যান্ড : প্রথম ইনিংস ২৫১ এবং দ্বিতীয় ইনিংস ৩৫৩ (স্টোকস ১২০, পিটারসন ৪৫; জনসন ৪/৭৮, লায়ন ৩/৭০)।

ফল : অস্ট্রেলিয়া ১৫০ রানে জয়ী।

ম্যাচ সেরা : স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)

সিরিজ : ৫ টেস্ট ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ৩-০ এগিয়ে।

(দ্য রিপোর্ট/এমআই/এএস/লতিফ/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর