thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সৌরভকে ছাড়িয়ে ধোনি

২০১৩ ডিসেম্বর ১৭ ১৬:৩১:২৭
সৌরভকে ছাড়িয়ে ধোনি

দ্য রিপোর্ট ডেস্ক : এবার ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর রেকর্ড ভাঙতে যাচ্ছেন বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১৮ ডিসেম্বর থেকে জোহানেসবার্গে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট। এই ম্যাচে অধিনায়ক হিসেবে ৫০তম টেস্ট ম্যাচে টস করতে নামবেন ধোনি।

লিটল মাস্টার শচিন টেন্ডুলকার অবসরে যাওয়ার পর এটি ভারতের প্রথম টেস্ট। তা ছাড়া ভারতের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করার নতুন একটি রেকর্ড হতে যাচ্ছে এই টেস্টে।

২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত ভারত দলের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী। এ সময়ের মধ্যে ৪৯টি টেস্টে অধিনায়কত্ব করে জিতেছেন ২১টিতে। এদিক থেকে ধোনি অবশ্য এগিয়ে আছেন। ২০০৮ থেকে এ পর্যন্ত ৪৯ ম্যাচে অধিনায়কত্ব করে জিতেছেন ২৬টিতে।

এ ছাড়া মোহাম্মদ আজহার উদ্দীন ৪৭(১৪), সুনীল গাভাস্কার ৪৭(৯), মনসুর আলী খান পতৌদি ৪০(৯), কোপিল দেব ৩৪(৪), রাহুল দ্রাবিড় ২৫(৮) ও শচিন টেন্ডুলকার ২৫(৪)টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন।

(দ্য রিপোর্ট/এমআই/নূরু/এমডি/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর