thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

জয়ে শুরু পাকিস্তানের

২০১৩ ডিসেম্বর ১৯ ১৪:৩২:৩৪
জয়ে শুরু পাকিস্তানের

দ্য রিপোর্ট ডেস্ক : শারজায় সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১১ রানে হারিয়ে ৫ ম্যাচ সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান।

টস জিতে ব্যাটিং করতে নেমে ওপেনার সারজিল খান ও আহমেদ শেহজাদ ৩৫ রান সংগ্রহ করেছেন। ব্যক্তিগত ১১ রানে সুরাঙ্গা লাকমলের বলে আউট হয়েছেন শেহজাদ । এরপর ৩ নাম্বারে খেলতে নামা মোহাম্মদ হাফিজকে নিয়ে ৮৩ রানের জুটি গড়েছেন সারজিল। ৬১ বলে ৬১ রান করে সিকুগে প্রসন্ন’র বলে আউট হয়েছেন তিনি। অপর প্রান্তে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন হাফিজ। এবার তাকে সঙ্গ দিয়েছেন ৪ নাম্বারে ব্যাটিং করতে নামা শোহেব মাকসুদ। ৬৮ বলে ৭৩ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে রান আউটের শিকার হয়েছেন তিনি।

এরপর শহিদ আফ্রিদি ১২ বলে ৩৪ রানের এক ঝড়ো ইনিংস খেলেছেন। দলীয় ৩০১ রানের মাথায় তিসারা পেরেরার বলে আউট হয়েছেন তিনি। এরপর দলীয় ৩২০ রানের মাথায় ৫ নাম্বর ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন মোহাম্মদ হাফিজ। আউট হওয়ার আগে ১২২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। ৫০ ওভারে পাকিস্তান সংগ্রহ করেছে ৫ উইকেটে ৩২২ রান।

লাকমল ২টি এবং পেরেরা ও প্রসন্ন একটি করে উইকেট লাভ করেছেন।

৩২৩ রানের বড় লক্ষমাত্রায় খেলতে নেমে ভালোই জবাব দিচ্ছিলো দিলশানরা। ওপেনিং জুটিতে এসেছে ৬৬ রান। ব্যক্তিগত ৩০ রানে জুনায়েদ খানের বলে আউট হয়েছেন দিলশান। আরেক ওপেনার কুশল পেরেরাকে ৬৪ রানে থামিয়েছেন মোহাম্মদ হাফিজ। ৩ নাম্বারে নামা কুমার সাঙ্গাকারাও (২৩) বেশিদূর যেতে পারেননি। দলীয় ১২৭ রানে আফ্রিদির বলে আউট হয়েছেন তিনি। আফ্রিদির দ্বিতীয় শিকার লাহিরু থিরিমান্নে (১০)। দিনেশ চান্দিমাল (৪৬), অ্যাঞ্জেলো ম্যাথুস (৩১) ও তিশারা পেরেরা (৬) আউট হলে ২২১ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। এরপর হাফিজদের কপালে চিন্তার রেখা ফেলেন সিকুগে প্রসন্ন (২৫ বলে ৪২) ও সেনানায়েক (২৪ বলে ৪২)। অষ্টম উইকেটে তাদের ৮৪ রানের ঝড়ো জুটির কল্যাণে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিলো শ্রীলঙ্কা। কিন্তু দলীয় ৩০৮ রানে সেনানায়েকের বিদায়ের পর সেই স্বপ্ন স্বপ্নের জায়গায়ই থেকে যায়। ৩১১ রানে শেষ হয়ছে শ্রীলঙ্কার ইনিংস। ১১ রানের স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান।

২০ ডিসেম্বর দুবাইতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৩২২/৫ (হাফিজ ১২২, মাকসুদ ৭৩, শারজিল ৬১, আফ্রিদি ৩৪; লাকমল ২/৭৩, পেরেরা ১/৫৩, প্রসন্ন ১/৩৯)

শ্রীলঙ্কা: ৪৯.৪ ওভারে ৩১১ (কুশল ৬৪, চান্ডিমাল ৪৬, প্রসন্ন ৪২, সেনানায়েকে ৪২, ম্যাথুস ৩১, দিলশান ৩০; হাফিজ ১/৫২, তানভীর ১/৬৯, জুনাইদ ৩/৪৪, আফ্রিদি ২/৩০)।

ফল: পাকিস্তান ১১ রানে জয়ী।

ম্যাচ সেরা: মোহাম্মদ হাফিজ (পাকিস্তান)।

(দ্য রিপোর্ট/এমআই/লতিফ/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর