thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

যাত্রাবাড়ীতে আ.লীগ অফিসে আগুন

২০১৩ অক্টোবর ২৭ ০৯:৫১:১৯ ০০০০ 00 ০০ ০০:০০:০০

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী বিবিরবাগিচা এলাকার ১নং গেইটের পাশে অবস্থিত আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সকাল ৭টায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কে বা কারা হঠাৎ করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আওয়ামী লীগ অফিসে। এই সময় পুরো অফিসে আগুন লেগে যায়। পরবর্তীতে স্থানীয় জনগণ এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

গণমাধ্যমকর্মীরা খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে পুলিশ তাদের ঘটনাস্থলে যেতে বাধা দেয়। পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা ঘটনা অস্বীকার করে দিরিপোর্ট২৪কে জানান, সর্টসার্কিট থেকে আগুনের এই ঘটনা ঘটেছে।

এদিকে, যাত্রাবাড়ী শনিরআখড়ার বাঁশপট্টিতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাস থেকে যাত্রীদের নামিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় বাসটি পুরোপুরি পুড়ে যায়। পুলিশ আসার আগেই দুর্বৃত্তরা চলে যায়।

এসব ঘটনায় পুলিশ জামায়াত-শিবির সন্দেহে ছয়জনকে আটক করেছে। ওয়ারি জোনের ডিসি ইলিয়াস শরীফ বিষয়গুলো নিশ্চিত করেছেন।

অপরদিকে নিউমার্কেটে শিবিরকর্মীরা হরতাল সমর্থনে ঝটিকা মিছিল বের করে। এসময় মিছিল থেকে ৩/৪টি ককটেল বিস্ফোরণ করে শিবিরকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ঘটনাস্থল থেকে চলে যায় তারা।

(দিরিপোর্ট২৪/ডি/এমএইচ/জেএম/অক্টোবর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর