thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

না.গঞ্জে গাড়িতে আগুন ককটেল বিস্ফোরণ

২০১৩ অক্টোবর ২৭ ০৯:৫২:০১ ০০০০ 00 ০০ ০০:০০:০০
না.গঞ্জে গাড়িতে আগুন ককটেল বিস্ফোরণ

নারায়ণগঞ্জ সংবাদদাতা : হরতালের প্রথম দিন রবিবার ভোরে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপে করেছে হরতাল সমর্থকরা। গ্রেফতার করা হয়েছে নগর বিএনপির সাধারণ সম্পাদককে।

ভোর সাড়ে পাঁচটায় নগরীর চাষাঢ়া রামকৃঞ্চ মিশন চত্বরে সেতু পরিবহনের একটি যাত্রীবাহী বাসে শিবিরকর্মীরা আগুন দেয়। পরে পুলিশ এসে তা নিভিয়ে ফেলে।

এদিকে, ভোর ৬টায় নগরভবন চত্বরে পিকেটাররা অন্তত পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় আতংক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রাতঃভ্রমণকারীরা ভয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে।

এর আগে মন্ডলপাড়া পুল এলাকা থেকে নগর বিএনপি’র সাধারণ সম্পাদক এটিএম কামালকে গ্রেফতার করে পুলিশ।

সকাল সাড়ে ৬টায় ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের তারবো এলাকায় কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে হরতাল সমর্থনে একটি মিছিল বের হয়। এসময় পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। মিছিল থেকে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়।

একই সময়ে মহাসড়কের বরপা ও ভুলতা-গাউছিয়া এলাকায় পিকেটাররা কয়েকটি যানবাহনে ভাঙচূর চালায়।

(দিরিপোর্ট২৪/ওএস/জেএম/অক্টোবর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর