thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ফরিদপুরে হরতালে সংঘর্ষ, নিহত ১

২০১৩ অক্টোবর ২৭ ১০:০৭:০৪ ০০০০ 00 ০০ ০০:০০:০০
ফরিদপুরে হরতালে সংঘর্ষ, নিহত ১

ফরিদপুর সংবাদদাতা : জেলায় হরতালের সমর্থক-পুলিশ সংঘর্ষে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। তার নাম মারুফ শেখ (১৮)। এ সময় আরো দুজন গুলিবিদ্ধ হন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে হরতালের সমর্থনে বিএনপি মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এরপর হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে পুলিশ গুলি চালালে মারুফ শেখ গুলিবিদ্ধ হয়ে ঘ্টনাস্থলেই মারা যান।

গুলির শব্দ শুনে গৃহবধূ ফাতেমা ঘরের জানালা বন্ধ করতে গেলে তিনিও গুলিবিদ্ধ হন। এছাড়া গুলিবিদ্ধ হরতাল সমর্থক বাদলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

(দিরিপোর্ট২৪/এএস/এমএআর/অক্টোবর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর