thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

যশোরে যুবলীগ নেতাকে হত্যা

২০১৩ অক্টোবর ২৭ ১০:৫৭:১৫ ০০০০ 00 ০০ ০০:০০:০০
যশোরে যুবলীগ নেতাকে হত্যা

যশোর সংবাদদাতা : জেলার অভয়নগরে বিএনপি-জামায়াতের মিছিল থেকে হামলা চালিয়ে নওয়াপাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শিমুলকে (৩৫) হত্যা করা হয়েছে। রবিবার সকাল ৯টায় নওয়াপাড়া ফেরিঘাট পুলিশ ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

যুবলীগ নেতা শিমুল এ সময় সমর্থকদের নিয়ে হরতাল বিরোধী মহড়া দিচ্ছিলেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস সালেক শিমুল হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সমর্থকদের নিয়ে মহড়া দেওয়ার সময় জামায়াত-শিবিরকর্মীরা অতর্কিত শিমুলের উপর হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে দলীয় সমর্থকরা তাকে উদ্ধার করে পাশের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। শিমুলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/অক্টোবর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর