thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

সাকিব-তামিমের ফাইনাল

২০১৩ ডিসেম্বর ৩০ ২০:২৩:৩৬
সাকিব-তামিমের ফাইনাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিজয় দিবস টোয়েন্টি২০ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মঙ্গলবার। শিরোপা নির্ধারণী ম্যাচে একদিকে সাকিব আল হাসানের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব; অন্যদিকে তামিম ইকবালের ইউসিবি বিসিবি একাদশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ২.৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

জয়ের অভিন্ন লক্ষ্য নিয়ে মাঠে নামছে ২ দল। প্রাইম ব্যাংকের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘যেভাবে আমরা খেলছি; সেভাবে খেলতে পারলে জয় নিশ্চিত। ফাইনালের স্নায়ুযুদ্ধেও জেতা সম্ভব।’

ইউসিবির অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ‘আমাদের দল দুর্দান্ত খেলেই ফাইনালে উঠেছে। আশা করছি শেষ ম্যাচটিও জিতব। চ্যাম্পিয়ন হওয়ার আশাই রাখি।’

শিরোপা দৌড়ে অনেকটা এগিয়ে প্রাইম ব্যাংক। দলটি সবার আগে ফাইনালে খেলা নিশ্চিত করেছে। মোহামেডানের কাছে প্রথম ম্যাচ হেরেছে। তবে সেই ম্যাচে সাকিব না থাকাতেই ওমন দুর্দশা হয়েছে। এরপর যখন সাকিব যোগ দিয়ে নেতৃত্ব হাতে তুলে নিয়েছেন; প্রাইম ব্যাংকও জয়ের ধারায় ফিরেছে। আবাহনীকে ২ বার ও মোহামেডানকে একবার ও ইউসিবিকে একবার হারিয়ে ফাইনালে খেলছে।

দলে সাকিব ছাড়াও এনামুল হক বিজয়, সাব্বির রুম্মন, অলক কাপালী, মেহরাব হোসেন জুনিয়র, সোহাগ গাজী, তাপস বৈশ্য ও রুবেল হোসেনের মতো ক্রিকেটাররা রয়েছেন।

এ ক্রিকেটারদের নিয়েও অবশ্য ইউসিবির কাছে লিগপর্বে হেরেছে প্রাইম ব্যাংক। পেছনে তামিম, ইমরুল কায়েস, মো. মিঠুন, নাঈম ইসলাম, মার্শাল আইয়ুব, এনামুল হক জুনিয়র, আল আমিনের মতো ক্রিকেটারদের অবদানই মুখ্য ছিল। এরপরও প্রাইম ব্যাংকে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব থাকাতেই দলটির জেতার আশা বেশি। যদিও লিগপর্বের সমীকরণে ২ দলই একটি করে জয় পেয়েছে। এ ছাড়া ইউসিবিও ৮ পয়েন্ট পেয়েই ফাইনালে উঠেছে। এ দলটিও আবাহনীকে ২ বার হারিয়েছে। মোহামেডানকে একবার ও প্রাইম ব্যাংককে একবার হারিয়ে ফাইনালে খেলছে। সবাই ম্যাচটিকে ঘিরে জমজমাট একটি লড়াইয়ের আশা করছে।

(দ্য রিপোর্ট/এমএস/এএস/সিজি/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর