thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রৌমারীতে সংঘর্ষ, বিজিবি মোতায়েন

২০১৩ অক্টোবর ২৮ ১০:৫৪:৩২
রৌমারীতে সংঘর্ষ, বিজিবি মোতায়েন

কুড়িগ্রামসংবাদদাতা : কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ-জামায়াত সংঘর্ষ হয়েছে। এ সময় জামায়াতের নেতাকর্মীরা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়সহ দাঁতভাঙ্গা বাজারের দোকানপাট ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে।

রোববার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত দফায় দফায় চলা ধাওয়া-পাল্টাধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ১০-১২ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। পরে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরকর্মীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশকে অবরুদ্ধ করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে।

কুড়িগ্রামের পুলিশ সুপার সঞ্জয় কুমার কুণ্ডু জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশের পাশাপাশি সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে।

(দিরিপোর্ট২৪/এএস/অক্টোবর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর