thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

লালমনিরহাটে ট্রেন লাইনচ্যুত, আহত ৩০

২০১৩ অক্টোবর ২৮ ১১:১৩:৪৩
লালমনিরহাটে ট্রেন লাইনচ্যুত, আহত ৩০

লালমনিরহাট সংবাদদাতা : লালমনিরহাটের মহেন্দ্রনগরে করতোয়া এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ঢাকার সঙ্গে রংপুর, দিনাজপুর ও লালমনিরহাটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রবিবার রাত আড়াইটায় সদর উপজেলার মহেন্দ্রনগর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ট্রাফিক সার্জন মোস্তাফিজুর রহমান দিরিপোর্ট২৪কে জানান, এর আগে হরতাল সমর্থকরা রবিবার সকালে স্লিপার তুলে এ রুটে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করলে রাত ৯টায় মেরামত করে চালু করা হয়।

ফের একই স্থানে রাতের আঁধারে হরতালকারীরা স্লিপার তুলে ফেলায় করতোয়া এক্সপ্রেসটি লাইনচ্যুত হয়েছে। ফলে আবারো সারাদেশের সঙ্গে লালমনিরহাটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বগি লাইনচ্যুত হওয়ায় তাড়াহুড়ো করে বের হতে গিয়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেলওয়ের কয়েকশ কর্মী চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর