thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

চট্টগ্রামে পিকেটারের ঢিলে প্রাণ গেল ট্রাকচালকের

২০১৩ অক্টোবর ২৮ ১২:১২:৫১
চট্টগ্রামে পিকেটারের ঢিলে প্রাণ গেল ট্রাকচালকের

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে হরতালে পিকেটারদের ছোঁড়া ঢিলের আঘাতে প্রাণ গেল ট্রাকচালক ওয়াসিমের। ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টা হরতালের প্রথমদিন রবিবার গভীর রাতে পিকেটারদের হামলায় মারা যান তিনি।

রাত ২টায় চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার হাসমতের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওয়াসিমের বাড়ি কক্সবাজার জেলায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার গভীর রাতে চট্টগ্রাম নগর থেকে ট্রাক নিয়ে ওয়াসিম কক্সবাজার যাচ্ছিলেন। সাতকানিয়া হাসমতের দোকান এলাকায় ট্রাকটি পৌছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা পিকেটাররা উপর্যুপুরি বড় বড় ঢিল ছুঁড়তে থাকে। এতে ট্রাকের সামনের কাঁচ ভেঙ্গে ওয়াসিমের মাথায় গুরুতর আঘাত লাগে। এক পর্যায়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে গেলে ঘটনাস্থলেই ওয়াসিমের মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে ওয়াসিমের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নাজমুল হাসান।

(দিরিপোর্ট২৪/ওএস/জেএম/অক্টোবর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর