thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

বরিশালে ১৯ দলীয় জোটের কালো পতাকা সমাবেশ

২০১৪ জানুয়ারি ২৯ ১৫:৪২:২৫
বরিশালে ১৯ দলীয় জোটের কালো পতাকা সমাবেশ

দ্য রিপোর্ট সংবাদদাতা : পাঁচ জানুয়ারী প্রহসনের নির্বাচনে গঠিত অবৈধ সংসদ বাতিলের দাবিতে বরিশালে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে ঊনিশ দলীয় জোট। বুধবার সকাল ১১টায় বিএনপির দলীয় কর্যালয়ে এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জোটের বরিশাল বিভাগীয় কমিটির সমন্বয়ক ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার।

সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করছেন। ক্ষমতায় থাকার জন্য তিনি প্রহসনমূলক নির্বাচন করেছেন। প্রহসনের ওই নির্বাচনে দেশের পাঁচ ভাগ ভোটারও ভোট দেননি। এই সরকার ক্ষমতায় থাকা মানে লুটপাট আর দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া।

তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ত্বরান্বিত করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এ জন্য বক্তারা নেতাকর্মীদের মাঠ না ছাড়ারও আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির বরিশাল দক্ষিণ জেলা সভাপতি এবায়দুল হক চাঁন, উত্তর জেলা সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, সাধারণ সম্পাদক কুদ্দুছুর রহমান ও বরিশাল মহানগর বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আহসান শাহীন।

সমাবেশ শেষে জোটের নেতা কর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশি বাঁধার মুখে পিছু হটেন তারা।

(দ্য রিপোর্ট/বিস/এমএটি/এমডি/সা/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বরিশাল এর সর্বশেষ খবর

বরিশাল - এর সব খবর