thereport24.com
ঢাকা, বুধবার, ৮ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ২৯ শাওয়াল 1445

ভারতে চ্যাম্পিয়ন বুয়েট, রানারআপ ঢাবি

২০১৬ অক্টোবর ১৭ ১৬:৫৬:১৩
ভারতে চ্যাম্পিয়ন বুয়েট, রানারআপ ঢাবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভারতের হরিয়ানায় অনুষ্ঠিত ‘ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির বার্ষিক সাংস্কৃতিক উৎসব’-এ অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। একই উৎসবে রানারআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

গত ১৪ থেকে ১৬ অক্টোবর হরিয়ানার ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘বিশ্বমিল ২০১৬’ অনুষ্ঠিত হয়। এতে সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বাধিক পয়েন্ট পেয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ‘চ্যাম্পিওন অব দ্য চ্যাম্পিওন’ হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী অপর দল ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। তবে মূকাভিনয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ, নেপাল ও ভারতের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। প্রতিযোগিতায় বুয়েট মঞ্চনাটকে রানার আপ এবং আনপ্লাগড ও ভারতীয় ক্লাসিক্যাল সংগীতে চ্যাম্পিয়ন হয়। বিভিন্ন বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বুয়েট ড্রামা সোসাইটি নাটক বিভাগে মঞ্চস্থ করে নাটক ‘লেটার টু এ চাইল্ড নেভার বোর্ন’। ওরিয়ানা ফাল্লাচির উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন শাহেদ ইকবাল, নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, ইসতিয়াক, জিমি, ফয়সাল, নিশাত, আনিকা, সোমা, মৌ প্রেম, পার্থ, অভিষেক, তুরাগ, তানজিম প্রমুখ।

নাটকটির কোরিওগ্রাফি করেছেন স্নাতা শাহরিন। সেট, পোশাক এবং প্রপস পরিকল্পনা করেছেন রুনা কাঞ্চন। আলোক পরিকল্পনায় রয়েছেন আসলাম অরণ্য, সঙ্গীত পরিকল্পনায় রবিউল ইসলাম শশী।

(দ্য রিপোর্ট/পিএস/এস/অক্টোবর ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর