thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ১ জিলকদ  1445

নড়াইলে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

২০১৬ অক্টোবর ২২ ১৬:২৫:৩০
নড়াইলে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

নড়াইল প্রতিনিধি : নড়াইলে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫-১২ বছর বয়সী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে কৃমি সপ্তাহের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সঞ্জিত কুমার সাহা।

উদ্বোধনী অনুষ্ঠানে নড়াইল শহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জাহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোল্লা ফোরকান আলী, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ইউনুস আলী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. সাজ্জাদুল করিম, সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সুশান্ত কুমার দত্ত, নড়াইল পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক লুৎফুন্নেছা রানী প্রমুখ।

জানাযায় ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় বছরে দু’বার (এপ্রিল ও অক্টোবর মাসে) কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপিত হয়ে থাকে।

কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে ৫-১২ বছর বয়সী ১লাখ ৩৮ হাজার শিশুকে ২২ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

(দ্য রিপোর্ট/একেএ/অক্টোবর ২২, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর