thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

নোকিয়া ২১৬ ডুয়েল সিমে বিনোদন সুবিধা

২০১৬ অক্টোবর ২৭ ২১:৩০:৫৮
নোকিয়া ২১৬ ডুয়েল সিমে বিনোদন সুবিধা

দ্য রিপোর্ট প্রতিবেদক : নোকিয়া ২১৬ ডুয়েল সিম নিয়ে এল নতুন সব অ্যাপস ও গেমস এর মাধ্যমে বিনোদন উপভোগ করার সুবিধা। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এমএমডিএস তাদের নতুন ফিচার ফোনের উদ্বোধন করা হয়েছে।

এছাড়াও দিনে ও রাতে সেলফি তোলা ও শেয়ার করার পূর্ণ সুবিধা দিচ্ছে নোকিয়া ২১৬ ডুয়েল সিম। উদ্বোধনের পর থেকেই ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে, যার বাজার মূল্য ২ হাজার ৯৯০ টাকা।

এলইডি ফ্ল্যাশসহ দুটি ক্যামেরা ও ইন্টারনেট ব্যাবহারযোগ্য নোকিয়া ২১৬ ডুয়েল সিম ফিচার ফোন থেকে অপেরা মোবাইল স্টোরে সব অ্যাপ ও গেমস খুজে পাওয়া যাবে। এছাড়াও বিনোদন এবং গান শোনার জন্য এতে আছে এফএম রেডিও, এমপি থ্রি এবং ভিডিও প্লেয়ার এবং হেডসেটের জন্য আছে ব্লুটুথ অডিও সাপোর্ট।

ফোনটি ২০০০টির মত কনটাক্ট ধারণ এবং ৩২জিবি পর্যন্ত মেমরি কার্ড সাপোর্ট করতে পারে। ফোনটির রেয়ার ক্যামেরার এলইডি ফ্ল্যাশ বিল্ট-ইন টর্চলাইটের চেয়েও দুইগুণ বেশি আলো সৃষ্টি করে যা প্রয়োজনের সময় দিগুণ আলো দিতে সক্ষম।

(দ্য রিপোর্ট/কেআই/অক্টোবর ২৭, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর