thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

বার্সাকে পেছনে ফেলে নতুন রেকর্ড রিয়ালের

২০১৭ জানুয়ারি ১৩ ১৩:০১:৪৭
বার্সাকে পেছনে ফেলে নতুন রেকর্ড রিয়ালের

দ্য রিপোর্ট ডেস্ক : কোপা দেল রে’র ম্যাচে সেভিয়ার বিপক্ষে প্রথমে পিছিয়ে থেকেও শেষ অব্দি ৩-৩ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। আর এই ম্যাচে অপরাজিত থাকার ফলে স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস গড়লো ক্লাবটি।

শেষ ষোলোর দুই লেগ শেষে ৬-৩ অ্যাগ্রিগেটে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে পা রেখেছে গ্যালাকটিকোরা।

বৃহস্পতিবার রাতে ম্যাচে করিম বেনজেমার শেষ মুহূর্তের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা। ফলে তারা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়লো। স্প্যানিশ এই জায়ান্ট ক্লাবটি হারের স্বাদ ভুলেই গিয়েছে। সর্বশেষ তারা গত বছর এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে উলফসবার্গের বিপক্ষে পরাজিত হয়েছিল।

এর আগে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা টানা ৩৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল লুইস এনিরকের অধীনে। এবার তাদেরকেও পেছনে ফেললো জিদানে অধীনে রিয়াল।

খেলা শুরুর ১০ মিনিটেই ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলোর আত্মঘাতী গোলের সুবাদে লিড নেয় সেভিয়া। দ্বিতীয়ার্ধ শুরুর তিন মিনিটের মাথায় রিয়ালকে ম্যাচে ফেরান মার্কো এসেনসিও। ৫৩ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ফরোয়ার্ড স্টিভেন জোভোটিক। ৭৭ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন স্প্যানিশ মিডফিল্ডার ইবোরা।

ম্যাচে তখন ৪-৩ অ্যাগ্রিগেটে (দুই লেগ মিলিয়ে)এগিয়ে রিয়াল। আর একটি গোল করলেই অ্যাওয়ে গোলের সুবাদে কোয়ার্টার নিশ্চিত হতো সেভিয়ার। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে স্বস্তি এনে দেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। আর ইনজুরি সময়ের শেষ মিনিটে স্বাগতিকদের জয়ের স্বপ্নে জল ঢেলে দেন ফ্রেঞ্চ তারকা বেনজেমা।

(দ্য রিপোর্ট/এনপিএস/জানুয়ারি ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর