thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৫ মে ২০১৮, ১১ জ্যৈষ্ঠ ১৪২৫,  ৮ রমজান ১৪৩৯

চীনা ছবিতে দেখা যাবে দীপিকাকে!

২০১৭ ফেব্রুয়ারি ১৬ ১৭:২৮:৫০
চীনা ছবিতে দেখা যাবে দীপিকাকে!

দ্য রিপোর্ট ডেস্ক : থ্রি এক্স : দ্য রিটার্ন অফ জেন্ডার কেজের পর আবার একটি আন্তর্জাতিক ছবিতে দেখা দিতে চলেছেন দীপিকা পাড়ুকোন। তবে এটি হলিউড ছবি নয়। চিনের ছবি।

একটি ইন্দো-চাইনিজ প্রজেক্টে সই করতে চলেছেন দীপিকা। দীপিকার সঙ্গে এই ছবিতে থাকতে পারেন চিনা অভিনেতা দেং চাও। ছবিটি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সিদ্ধার্থ আনন্দ জানিয়েছেন, ছবিটি ক্রস কালচার রোমান্স। শুটিং হবে বেজিংয়ে। ছবির মধ্যে দিয়ে অন্য একটি সংস্কৃতি তুলে ধরা তার কাছে চ্যালেঞ্জিং।

তিনি আরও জানিয়েছেন, চিনের যে প্রযোজনা সংস্থাটি ছবিটি প্রযোজনা করছে, তারা দেং চাওয়ের নাম সুপারিশ করেছে। ভারতের এক প্রথম সারির অভিনেত্রীকে তালিকায় রাখা হয়েছে। খুব সম্ভবত তাকেই ছবিতে দেখা যাবে।

পরিচালক অভিনেত্রীর নাম ঘোষণা করেননি। কিন্তু শোনা যাচ্ছে, সেই অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ছবির নাম লাভ ইন বেজিং। তবে এখনও চূড়ান্ত কিছু ঘোষণা হয়নি।

ভারতীয় এক নারী ও এক চিনা পুরুষের প্রেমকাহিনী নিয়ে তৈরি হয়েছে ছবিটি।

(দ্য রিপোর্ট/এফএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে