thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

ডাক্তার ও নার্সদের সিঙ্গাপুরে প্রশিক্ষণের চুক্তি

২০১৭ এপ্রিল ০৮ ২০:০১:১৯
ডাক্তার ও নার্সদের সিঙ্গাপুরে প্রশিক্ষণের চুক্তি

দ্য রিপোর্ট প্রতিবেদক : শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের ডাক্তার ও নার্সদের সঙ্গে সিঙ্গাপুরের সিঙ্গ হেলথের প্রশিক্ষণের জন্য ৩ বছরের একটি চুক্তি স্বাক্ষর হয়।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে বার্ন ইউনিটের কনফারেন্স রুমে সিঙ্গ হেলথের গ্রুপ পরিচালক সহযোগি অধ্যাপক চুয়াইয়োলেংয়ের (chua yeow leng) সঙ্গে সাক্ষর করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, এই আনন্দঘন অনুষ্ঠানে আপনাদের জানাতে চাই বার্ন ইউনিটের ডাক্তারগণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বার্ন ইউনিট উচ্চতর জায়গায় পৌঁছেছে। সিঙ্গাপুরের সঙ্গে ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণের জন্য ৩ বছরের একটি চুক্তি স্বাক্ষর হলো।

প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে বার্ন ইউনিটের পাশেই আরও একটি ইনস্টিটিউটের কাজ চলছে। শিগগিরই এটি চালু হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ (স্বাস্থ্য), বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক ডা. আবুল কালাম, প্রধান সমন্বয়কারী ডা. সামন্তলাল সেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমানসহ আরও অনেকে।

(দ্য রিপোর্ট/আরএস/এপি/এপ্রিল ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর