thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

নাট্যশালায় 'বন মানুষ'

২০১৭ মে ১৫ ১৯:২১:০০
নাট্যশালায় 'বন মানুষ'

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর জাতীয় নাট্যশালায়মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে প্রাচ্যনাট প্রযোজনা 'বন মানুষ'।২০১৬ সালের ৫ মার্চ সর্বশেষ মঞ্চস্থ হয় নাটকটি। দীর্ঘ এক বছর পর ফের মঞ্চায়িত হতে যাচ্ছে এ নাটক। এটি প্রাচ্যনাটের ২৭তম প্রযোজনা।

ইউজিন ও নিলের দ্য হেয়ারি এপ অবলম্বনে নাটকটি নির্দেশনা দিয়েছেন বাকার বকুল।নাটকটির কোরিওগ্রাফী করেছেন- পারভিন সুলতানা কলি, মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন- এ. বি. এস জেম এবং সংগীত পরিকল্পনা করেছেন নোবেল।

বিভিন্ন চরিত্র অভিনয় করবেন- শশাংক সাহা, তৌফিকুল ইসলাম ইমন, সাদিকা স্বর্ণা, আজাহার উদ্দিন রিয়াজ, সোহেল মণ্ডল, এবিএস জেম, সোহেল রানা, রুহুল আমিন, চেতনা রহমান ভাষা, হাসনাত রিপন, আরিফ রেজা খান, শাহরিয়ার রানা জুয়েল, ফুয়াদ, নাইমি নাফসীন মুস্তাফা, শাফিন আহমেদ, মাসুদ রানা প্রমুখ।

(দ্য রিপোর্ট/পিএস/মে ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর