thereport24.com
ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৯ শাওয়াল 1445

কুষ্টিয়ায় ইউপি নির্বাচনে সংঘর্ষে আহত ৪

২০১৭ মে ২৩ ২৩:৪২:০০
কুষ্টিয়ায় ইউপি নির্বাচনে সংঘর্ষে আহত ৪

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়ন পরিষদে নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে পরাজিত আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় বিজয়ী বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর ৪ জন সমর্থক আহত হয়েছে। এছাড়াও বিজয়ী প্রার্থীর বাড়ীঘরও ভাংচুর করা হয়েছে।

মঙ্গলবার (২২ মে) ভোটগ্রহণ শেষে সন্ধ্যার দিকে ফলাফল ঘোষণার পর চিথলিয়া ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটেছে।

সকাল ৮টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ও ধুবইল ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। কঠোর নিরাপত্তায় তেমন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়। ভোট গণনা শেষে বেসরকারিভাবে ধুবইল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) মাহবুবর রহমান মামুন বিজয়ী হন। অন্যদিকে চিথলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (আনারস) গিয়াস উদ্দিন পিস্তল বিজয়ী হয়। এই খবরে চিথলিয়া ইউনিয়নের পরাজীত নৌকার প্রার্থী এনামূল হক বাবলু’র সমর্থকরা বিজয়ী প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় ৪ জন আহত হয়। এছাড়াও বিজয়ী প্রার্থী গিয়াস উদ্দিন চেয়ারম্যানের বাড়ী ঘরও ভাংচুর করা হয়েছে। এ নিয়ে এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে আতংক বিরাজ করছে।

কুষ্টিয়ার মিরপুর থানার সহকারী পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/মে ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর