thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৪ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

ওয়াহিদুজ্জামানের মুক্তি দাবি

২০১৩ নভেম্বর ০৭ ১৭:৩৫:২৮
ওয়াহিদুজ্জামানের মুক্তি দাবি

জাবি সংবাদদাতা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৮তম আবর্তনের ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের ছাত্র ও বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত একেএম ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলার বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি গ্রাজুয়েটস ফোরাম’।

লিখিত বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি প্রফেসর ড. ফকির রফিকুল আলম বলেন, সরকার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে ভিন্নমতের সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গ্রেফতার ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মিথ্যা পোস্টকে কেন্দ্র করে জাকসুর সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষক ওয়াহিদুজ্জামানকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

ফোরামের সভাপতি ড. ফকির রফিকুল আলম ও সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম রবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

(দিরিপোর্ট২৪/এএস/এমএআর/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর