thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ১ জিলকদ  1445

‘সফল সমাবেশ’র জন্য খালেদার অভিনন্দন

২০১৭ নভেম্বর ১৩ ২০:৪৯:৫৪
‘সফল সমাবেশ’র জন্য খালেদার অভিনন্দন

দ্য রিপোর্ট প্রতিব্দেক : সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশকে সাফল্যমণ্ডিত বলে উল্লেখ করে দেশের মানুষ ও বিএনপি নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার বিকেলে এক টুইট বার্তায় খালেদা জিয়া এই অভিনন্দন জানিয়েছেন।

টুইটে বিএনপি চেয়ারপারসন বলেছেন, ‘অনির্বাচিত সরকারের চক্রান্ত, বাধাবিঘ্ন অতিক্রম করে সোহরাওয়ার্দীর জনসভায় যোগ দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান রাখার জন্য দেশের লাখো মানুষ এবং বিএনপির নেতা-কর্মী-সমর্থককে আন্তরিক ধন্যবাদ।’

রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় বিপ্লব ও সংহতি’দিবস উপলক্ষে জনসভা করে বিএনপি। অনুমতি না পাওয়ায় দুই দফা পিছিয়ে সমাবেশের এই তারিখ ঠিক করে দলটি। সমাবেশের দিন সকাল থেকে ঢাকামুখী বিভিন্ন গণপরিবহন হঠাৎ বন্ধ হয়ে যায়। বিএনপির অভিযোগ, সরকার উদ্দেশ্যমূলকভাবে গণপরিবহন বন্ধ করে দিয়েছে।

সোহরাওয়ার্দীর এই সমাবেশে দীর্ঘদিন পর খালেদা জিয়া নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন। প্রায় এক ঘণ্টার ভাষণে তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও। এ ছাড়া সমসমায়িক বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে বিএনপি চেয়ারপারসনের বক্তৃতায়।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর