thereport24.com
ঢাকা, বুধবার, ৮ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ২৯ শাওয়াল 1445

বুধ-বৃহস্পতিবার কর অফিস রাত ১০টা পর্যন্ত খোলা

২০১৭ নভেম্বর ২৯ ১৩:৪৫:২৫
বুধ-বৃহস্পতিবার কর অফিস রাত ১০টা পর্যন্ত খোলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : আয়কর পরিশোধ করতে বুধ ও বৃহস্পতিবার দেশের সব আয়কর অফিস সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক নির্দেশে এ তথ্য প্রকাশ করেছেন।

এনবিআর সদস্য মো. আবদুর রাজ্জাকের (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) স্বাক্ষর করা এ নির্দেশ দেশের সব কর অঞ্চলে পাঠানো হয়েছে।

এদিকে আয়কর চালান জমা/পে-অর্ডার সুবিধা প্রদানের জন্য দেশের সব বাণিজ্যিক ব্যাংক বুধবার ও বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে।

মঙ্গলবার রাতে দেশের সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। জাতীয় রাজস্ব বোর্ডের অনুরোধে প্রজ্ঞাপনটি জারি করে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ব্যক্তিশ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় শেষ হচ্ছে। ওইদিন রাত ১০টার মধ্যে যারা রিটার্ন জমা দিতে ব্যর্থ হবেন তাদের নির্ধারিত করের ওপর মাসিক ২ শতাংশ হারে সুদ দিতে হবে।

ঢাকার ১৭টি কর অঞ্চল এবং চট্টগ্রাম, গাজীপুর, বগুড়া, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশালসহ মোট ৩১টি কর অঞ্চলে উদযাপিত হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর সপ্তাহ। ২৪ নভেম্বর শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। শেষ দিনটি পালিত হবে আয়কর দিবস হিসেবে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর