thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১০ ফাল্গুন ১৪২৫,  ১৬ জমাদিউস সানি ১৪৪০

কক্সবাজারে মেলায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

২০১৮ ফেব্রুয়ারি ১৪ ১৩:৪৬:০০
কক্সবাজারে মেলায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে ‘আদিনাথ মেলায়’ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অজ্ঞাতপরিচয় দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

উপজেলার ঠাকুরতলা এলাকার আদিনাথ মন্দির সংলগ্ন মেলায় বুধবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, সকালে ‘আদিনাথ মেলায়’ অস্থায়ী একটি খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে সাতজন আহত হন। এ সময় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের একজন নারী ও অন্যজন পুরুষ। নিহত দুজনের বয়স আনুমানিক ৪০-৪৫ বছর।

মহেশখালীর আদিনাথ মন্দির সংলগ্ন মাঠে প্রতিবছর শিব চতুর্দশীতে বসে সনাতন ধর্মাবলম্বী পুন্যার্থীদের মিলনমেলা। এ উপলক্ষে লোকজ মেলাও বসে এখানে। যা স্থানীয়দের কাছে ‘আদিনাথ মেলা’ নামে পরিচিত। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এবারের মেলা।

(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর