thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

শাহবাগে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ

২০১৮ আগস্ট ০৬ ১৭:১৬:০৭
শাহবাগে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ টিয়ারশেলের পাশাপাশি জলকামান ও ফাঁকা গুলিও ছুড়েছে। দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিতে চাইলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে পুলিশ ছাত্রদের লক্ষ্য করে টিয়ারশেল ছোড়ে।

এ সময় জলকামান ব্যবহার করেও শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে দেখা যায় পুলিশকে। পুলিশকে ফাঁকা গুলিও ছুড়তে দেখা গেছে। বেশ কয়েকজনকে আটকও করে পুলিশ।

পুলিশ বর্তমানে পাবলিক লাইব্রেরির অংশে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। সেখানে থেমে থেমে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

এর আগে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। মিছিলটিতে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি রোকেয়া হল, ভিসি চত্বর, কলাভবন, বাণিজ্য অনুষদ প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়৷

বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন৷ 'উই ওয়ান্ট জাস্টিস', 'এক দুই তিন 'চার নৌমন্ত্রী গদি ছাড়',' লীগ শিবির ছাত্রদল সন্ত্রসীদের তিনটি দল', 'জিগাতলায় রক্ত কেন শেখ হাসিনা জবাব চাই ইত্যাদি ৷

পরে দুপুর তিনটার দিকে মিছিলটি শাহবাগে গেলে সংঘর্ষ বাধে।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর