thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৪ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের জেল

২০১৯ নভেম্বর ২৯ ১১:২৭:২৫
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের জেল

দ্য রিপোর্ট ডেস্ক: মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে বৃহস্পতিবার এক অর্থ পাচার মামলায় পাঁচ বছর কারাদণ্ডে দণ্ডিত করেছে স্থানীয় এক আদালত।

গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের আগ পর্যন্ত দীর্ঘ পাঁচ বছর ভারত মহাসাগরের দ্বীপদেশটিকে কঠোর হাতে শাসন করেন তিনি। এ সময় দুর্নীতি ও অর্থ পাচারের মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়েন তিনি। নির্বাচনে পরাজিত হওয়ার আগেই এ নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে।

এ সংক্রান্ত মামলায় চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে ৬৫ লাখ ডলারসহ তার কয়েকটি ব্যাংক হিসাব জব্দ করে সরকার। বৃহস্পতিবার স্থানীয় ক্রিমিনাল আদালতে পাঁচ বিচারকের সমন্বয়ে গঠিত প্যানেল তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়।

তবে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন আবদুল্লাহ ইয়ামিন। রায় ঘোষণার সময় সমর্থকেরা আদালতের বাইরে জড়ো হয়ে তার পক্ষে নানা স্লোগান দেয়।

সূত্র: দ্য হিন্দু

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২৯,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর