thereport24.com
ঢাকা, বুধবার, ৮ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ২৯ শাওয়াল 1445

করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়ালো, আক্রান্ত ১৭৯ দেশ

২০২০ মার্চ ২০ ১০:০৩:৫৪
করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়ালো, আক্রান্ত ১৭৯ দেশ

দ্য রিপোর্ট ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৪৮ জন। ভাইরাসটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৬১৩ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিচ্ছেন ১ লাখ ৪৭ ১২৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ৪৩৭ জন।

বিশ্বের ১৭৯ টি দেশে ও অঞ্চলে করোনা ছড়িয়ে পড়েছে। চীনে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৯৬৭ জন; আর প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৪৮ জন। চীনে নতুন করে এই ভাইরাসে মারা গেছেন ৩ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৩৫ জন এবং মারা গেছেন ৩ হাজার ৪০৫ জন।

ইরানে ১৮ হাজার ৪০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ২৮৪ জনের।

করোনায় মৃত্যুতে চতুর্থ অবস্থানে আছে স্পেন। দেশটিতে ১৮ হাজার ৭৭ জন করোনায় আক্রান্ত। এর মধ্যে মারা গেছেন ৮৩১ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত ১৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২০মার্চ,২০২০)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর