thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

সৌদি আরবে কারফিউ

২০২০ মার্চ ২৩ ১১:০৯:৪২
সৌদি আরবে কারফিউ

দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাস মোকাবিলায় কারফিউ জারি করেছে সৌদি আরব। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ‘প্রতিদিনভিত্তিক’ এ কারফিউ কার্যকর হবে সোমবার (২৩ মার্চ) থেকে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ’র বরাতে এ সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

খবরে বলা হয়েছে, সৌদি আরবের রাজা সালমান বিন আবদুলআজিজ আল-সৌদের সরাসরি নির্দেশে এ কারফিউ জারি করা হয়েছে। আগামী ২১ দিনের জন্য এ কারফিউ সোমবার সন্ধ্যা থেকে কার্যকর হবে।

তবে নিরাপত্তা, স্বাস্থ্য, পানি, বিদ্যুৎ, সংবাদমাধ্যমের মতো জরুরি সেবাগুলো কারফিউ সিদ্ধান্তের আওতাভুক্ত নয় বলেও জানিয়েছে এসপিএ।

এর আগে গত শুক্রবার (২০ মার্চ) সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট ও বাস-ট্রেন-ট্যাক্সি চলাচল বন্ধ ঘোষণা করে সৌদি আরব। যা ২১ মার্চ (শনিবার) থেকে পরবর্তী ১৪ দিনের জন্য কার্যকর হয়েছে।

সৌদি আরবে শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচশ ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে কোনো মৃত্যুর খবর নেই।

চীনের উহান থেকে বিশ্বের ১৮৮ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ হাজার ছয়শ ৪৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা তিন লাখ ৩৭ হাজার জনের বেশি। আর সুস্থ হয়েছেন ৯৮ জনের বেশি মানুষ।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩মার্চ,২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর