thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

ঝুঁকি নিয়ে শপিং নয়, ঘরেই বানালেন মেয়ের ঈদের জামা

২০২০ মে ২৪ ১৬:০০:২৯
ঝুঁকি নিয়ে শপিং নয়, ঘরেই বানালেন মেয়ের ঈদের জামা

দ্য রিপোর্ট প্রতিবেদক: গত বছরের শেষের দিকে সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও তানিয়া হোসেন দম্পতির ঘর আলো করে আসে এক কন্যাসন্তান।

কন্যার নাম রেখেছেন পিয়েতা। নতুন অতিথির এবার প্রথম ঈদ। কিন্তু করোনার কারণে বাইরে কেনাকাটা করতে যাওয়া ঝুঁকিপূর্ণ। তাই মেয়ের জন্য নতুন জামা কিনতে পারেননি এই দম্পতি।

বিষয়টি নিয়ে বেশ আফসোস হচ্ছিল তানিয়ার। প্রথম সন্তানের প্রথম ঈদ বলে কথা! অবশেষে মার্কেটে না গিয়ে ঘরে বসেই মেয়ের জন্য নিজ হাতে জামা বানালেন তানিয়া। পিয়েতার জন্য বানানো নতুন জামার ছবিও পোস্ট করেছেন ফেসবুকে।

নতুন জামা তৈরির নেপথ্যের গল্প জানিয়ে তানিয়া হোসেন বলেন—এমন একটি সময়ে ঈদ যে, মেয়েটার জন্য একটা জামাও কিনতে পারলাম না। এই কথাগুলো নাজনিন হাসান জোয়ার্দারের সঙ্গে বলছিলাম। তখন সে বললো, তাতে কি হয়েছে, হাতে সেলাই করে বানিয়ে ফেল, মেয়ে বড় হলে গল্প করতে পারবি। ব্যাস! আইডিয়াটা মাথায় গেঁথে গেল। অবশেষে এই জামাটি বানিয়েছি।

তানিয়া তার নিজের জামা কেটে পিয়েতার জন্য নতুন জামাটি তৈরি করেছেন। আর এতে তার সঙ্গে সহযোগিতা করেছেন বাপ্পা মজুমদার।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪মে, ২০২০)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর