thereport24.com
ঢাকা, বুধবার, ৮ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ২৯ শাওয়াল 1445

বিদ্যুৎ প্রকল্পে এডিবি দিচ্ছে ৯৬ কোটি টাকা ঋণ

২০১৩ অক্টোবর ২৩ ১৬:৩১:৪৬ ০০০০ 00 ০০ ০০:০০:০০
বিদ্যুৎ প্রকল্পে  এডিবি দিচ্ছে  ৯৬ কোটি টাকা ঋণ
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ভারত থেকে বিদ্যুৎ আমদানি প্রকল্পে অতিরিক্ত ৯৬ কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি)। এর আগে ১০ কোটি মার্কিন ডলার দিয়েছিল সংস্থাটি। বুধবার বিকালে এ সংক্রান্ত একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আবুল কালাম আজাদ এবং এডিবি’র কান্ট্রি ডিরেকটর পেরেসা খো।

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ ২০১৪ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি মার্কিন ডলার। এর মধ্যে ১০ কোটি ডলার ছিল এডিবি’র। বাকি ৬ কোটি ডলার সরকারের নিজস্ব তহবিল ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি)। পরবর্তীতে প্রকল্প ব্যয় বেড়ে গেলে অতিরিক্ত অর্থ দিচ্ছে এডিবি।

এডিবির দেয়া এ অতিরিক্ত ঋণ পাঁচ বছর রেয়াতি মেয়াদসহ ২৫ বছরে পরিশোধযোগ্য। এর সুদের হার দুই শতাংশ।

(দিরিপোর্ট২৪/জেজে/ডব্লিউএস/এমডি/অক্টোবর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর