thereport24.com
ঢাকা, রবিবার, ২ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৫ জিলকদ  ১৪৪৫

‘কুয়াশায় কিচ্ছু দেহা যায় না, ভোটার আইব’

২০১৪ জানুয়ারি ০৫ ১১:৫৫:৩১
‘কুয়াশায় কিচ্ছু দেহা যায় না, ভোটার আইব’

সাগর আনোয়ার, ঢাকা-৪ থেকে : ‘কুয়াশায় তো কিচ্ছু দেহা যায় না। ঠাণ্ডা, একটু পরই ভোটাররা আইব। সকালে মেলা মানুষ ভোট দিছে। রইদ উঠলে আবার আইব।’ এভাবেই কোববাদ সরদার স্কুলের সামনে এ প্রতিবেদকের সামনে ভোটের বর্তমান অবস্থার বর্ণনা দিচ্ছিলেন ৪৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসান আসকারি।

কোববাদ স্কুলের সামনে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে লাঙ্গল প্রতীকের ভোট চাচ্ছিলেন হাসান আসকারি।

এ সময় গেন্ডারিয়া কমিউনিটি সেন্টারের নিরাপত্তায় দায়িত্বরত পুলিশ এএসআই হাফিজ বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কোনো ঝামেলা নাই। মহিলারা আসতাছে। ভোটার উপস্থিতি একটু পরই বাড়ব।’

এ সময় ভোটারদের ছবি তুলতে চাইলে তিনি বলেন, ‘আরো কিছু মহিলা আসুক তখন তুইলেন। এখন তুললে খারাপ লাগে।’

পাশেই গেন্ডারিয়া মহিলা সমিতি কেন্দ্রে তুলনামূলকভাবে ভোটার উপস্থিতি ছিল বেশি। সেখানে ভোটার ও আওয়ামী লীগ কর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

৪৫নং ওয়ার্ডের কোববাদ সরদার বিদ্যালয় ও গেন্ডারিয়া কমিউনিটি সেন্টারে সকাল ১১টা পর্যন্ত শতাধিক ভোট দেওয়া হয়েছে বলে দাবি করেন হাসান আসকারি। তবে প্রিসাইডিং অফিসার সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে চাননি।

(দ্য রিপোর্ট/সাআ/এমসি/শাহ/জানুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

ভোটের খবর এর সর্বশেষ খবর

ভোটের খবর - এর সব খবর