thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

সব আছে, শুধু ভোটার নেই

২০১৪ জানুয়ারি ০৫ ১২:৫০:০৯
সব আছে, শুধু ভোটার নেই

কাওসার আজম, দ্য রিপোর্ট : দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। নির্বাচনের সকল আয়োজন থাকলেও আশানুরূপ ভোটার নেই ভোট কেন্দ্রগুলোতে।

রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকা নিয়ে গঠিত ঢাকা-৪ নির্বাচনী আসন। এ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, কেন্দ্রগুলোতে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং এজেন্ট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন যথাযথভাবে। তবে যাদের জন্য এত আয়োজন সেই ভোটারদের উপস্থিতি একেবারেই কম।

সকালে সাড়ে ১০টায় জুরাইন বালক-বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন স্বতন্ত্র প্রার্থী মো. আওলাদ হোসেন। তিনি লড়ছেন হাতি প্রতীক নিয়ে। ভোটকেন্দ্রে আসার আগে ওই কেন্দ্রে তেমন কোনো ভোটার চোখে পড়েনি। এ সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের অলস সময় পার করতে দেখা গেছে। ২ হাজার ২৬৫ ভোটারের মধ্যে এ কেন্দ্রে প্রথম এক ঘণ্টায় ভোট দিয়েছেন ৭৩ ভোটার।

অপরদিকে, ধোলাইপাড় উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ৭৪১ ভোটারের মধ্যে প্রথম দেড় ঘণ্টায় ভোট দিয়েছেন মাত্র একজন। এ সময় প্রিসাইডিং অফিসার হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ‘বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আমরা আশা করছি।’

বেলা সাড়ে ১১টার দিকে নতুন জুরাইন কে এম মাইনুদ্দিন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায় সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং এজেন্ট অলস সময় পার করছেন। এ সময় তাদের মধ্যে অনেককেই স্কুলের বারান্দা ও মাঠে ঘোরাঘুরি করতে দেখা গেছে। এখানে মহিলা ও পুরুষ দুটি ভোটকেন্দ্র রয়েছে। মহিলা ভোটারের সংখ্যা ৩ হাজার ৮৯২ জন, যার মধ্যে ৭৫ জন ভোট দিয়েছেন।

অপরদিকে, পুরুষ কেন্দ্রের ভোটারের সংখ্যা ৪ হাজার ২৬২ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১৪১ জন।

মহিলা ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. ওয়াহেদুজ্জামান বলেন, ‘সকালে মহিলাদের বাসায় অনেক কাজ থাকায় উপস্থিতি কিছুটা কম।’

উল্লেখ্য, ঢাকা-৪ আসনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা লাঙ্গল এবং আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ড. মো. আওলাদ হোসেন হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ আসনে মোট ভোটার ২ লাখ ২৮ হাজার ৫৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৩১৭ জন। আর মহিলা ভোটার ১ লাখ ৭ হাজার ২২১ জন। মোট ভোটকেন্দ্র ৬৩টি।

(দ্য রিপোর্ট/কেএ/এমসি/শাহ/জানুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

ভোটের খবর এর সর্বশেষ খবর

ভোটের খবর - এর সব খবর