thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

ভোটারের চেয়ে স্বেচ্ছাসেবক বেশি

২০১৪ জানুয়ারি ০৫ ১৬:০২:৪৯
ভোটারের চেয়ে স্বেচ্ছাসেবক বেশি

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী, মাতুয়াইল ও ডেমরা এলাকার ভোট কেন্দ্রগুলোতে সাধারণ ভোটারের চেয়ে স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বেশি দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ভোট কেন্দ্রগুলোর আশপাশের এলাকা সরকারদলীয় লোকজনরা ঘিরে রেখেছে। এ ছাড়া কিছু কিছু স্থানে স্বেচ্ছাসেবকদের ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। স্বল্প সংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেলেও বেশির ভাগ মানুষ আতঙ্কে ভোট কেন্দ্রে আসছেন না বলে জানা গেছে।

সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত যাত্রবাড়ী আইডিয়াল হাই স্কুল ভোট কেন্দ্র, যাত্রাবাড়ী সরকারি প্রাথমিক বালক/বালিকা বিদ্যালয়, যাত্রাবাড়ী-২ এলাকার সবুজ বিদ্যাপাঠ উচ্চ বিদ্যালয়, দনিয়া (পার্ট) এলাকার কুতুবখালী উচ্চ বিদ্যালয়, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, মাতুয়াইলের (পার্ট) পাড়াডগাইর এলাকার মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ ও ডেমরার সারুলিয়া এলাকার বামৈল আইডিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্র সরেজমিনে ঘুরে এ সব চিত্র দেখা গেছে।

সবুজ বিদ্যাপাঠ উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসা মো. সুমন মিয়া দ্য রিপোর্টকে বলেন, ‘এখানে ভোট দিতে আসা ভোটারদের কোন লাইন ধরতে হয়নি। পূর্বের মত ভোট দিতে এসে কোন সময় নষ্ট করতে হয়নি। শুধু ভেতরে গেলাম আর আসলাম।’

মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রের ভোটার সুনীল চন্দ্র ভৌমিক দ্য রিপোর্টকে জানান, ‘ভোট কেন্দ্রের ভেতরে কিছু স্বেচ্ছাসেবকের প্রবেশ করতে দেখা গেছে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে এ কথা জানালে তিনি পরবর্তী সময়ে স্বেচ্ছাসেবকদের কেন্দ্রের বাইরে থাকতে অনুরোধ জানান।’

ভোট কেন্দ্রগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যাপ্ত পুলিশের পাশাপাশি সেনা সদস্যদের টহল দিতে দেখা গেছে।

যাত্রবাড়ীর অধিবাসী সুমন কুমার মজুমদার দ্য রিপোর্টকে জানান, ‘ভোট দিতে গিয়ে প্রাণ হারানোর ভয়ে অনেকেই ভোট কেন্দ্রে যায়নি। এখন ভোট দিয়ে আর কী হবে। আবারও তো ভোট দিতে হবে। কারণ এ নির্বাচন মানবে কে?’

(দ্য রিপোর্ট/এইচবিএস/এমডি/এসএ/জানুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

ভোটের খবর এর সর্বশেষ খবর

ভোটের খবর - এর সব খবর