thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বেলকুচিতে দুটি ব্যালট বাক্স ছিনতাই, নসিমনে আগুন

২০১৪ জানুয়ারি ০৫ ১৮:১১:৪১
বেলকুচিতে দুটি ব্যালট বাক্স ছিনতাই, নসিমনে আগুন

সিরাজগঞ্জ সংবাদদাতা : দশম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের চর নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দুটি ব্যালট বাক্স ছিনতাই করেছে নির্বাচন বিরোধীরা। এ সময় ভোটের উপকরণ বহনকারী একটি নসিমনে অগ্নিসংযোগ করা হয়। মারধর করা হয় নির্বাচনী কর্মকর্তাদের। রবিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ-৫ সংসদীয় আসনের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের চর নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিকেল পৌনে ৩টার দিকে প্রায় দুই-শতাধিক নির্বাচনবিরোর্ধী অতর্কিত হামলা করে দুটি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়।

এ সময় তারা ভোটের উপকরণ বহনকারী একটি নসিমনে অগ্নিসংযোগ করে। মারপিট করে নির্বাচনী কর্মকর্তাদের। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চর নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার খলিকুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/আরএ/ডব্লিউএন/এসএ/জানুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

ভোটের খবর এর সর্বশেষ খবর

ভোটের খবর - এর সব খবর